বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন,
“ছোটখাটো বিষয় নিয়ে আমাদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিস্টেরা অট্টহাসি দিচ্ছে। যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবছেন, ভাবতে পারেন—কোনো সমস্যা নেই, তবে প্রতিযোগিতা হতে হবে শান্তিপূর্ণভাবে।”
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নেয়াজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত-শিবিরের সংঘর্ষে আহত দলীয় নেতাকর্মীদের বাড়িতে খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
আবেদ বলেন, “আমরা নোয়াখালী জেলা জামায়াতের আমিরকে বলেছি—যদি কোনো ছোটখাটো সমস্যা থাকে, তা আমরা নিজেরা আলোচনা করে সমাধান করব। আমাদের পারস্পরিক বিরোধে ফ্যাসিস্টরা যেন সুযোগ নিতে না পারে।”
তিনি আরো বলেন, “আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো—মসজিদে বসে রাজনীতি করবেন না। প্রার্থনার স্থানকে দুনিয়াবী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা উচিত নয়। আপনি যদি প্রকৃত মুসলমান হন, তাহলে আল্লাহর সেজদার জায়গাটাকে রাজনীতির ক্লাব বানাবেন না।”
বিএনপির এই নেতা বলেন, “হাসিনার পতনের পর দেশে একটা ভালো সময় এসেছে। কষ্টার্জিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সবাই অনেক ত্যাগ স্বীকার করেছি। এখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু হলে ফ্যাসিস্টরাই লাভবান হবে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ ও সংযম দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আমাদের আক্রমণ করলে আত্মরক্ষার অধিকার আমাদের আছে—এই অধিকার ধর্মও দিয়েছে।”
আবেদ জানান, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলবে যতদিন না দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা যায়। জনগণ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা সেই জনগণের অধিকার রক্ষায় কাজ করব।”
এর আগে তিনি নেয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক রায়হান ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনকে তাদের বাড়িতে গিয়ে দেখেন, তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর (রোববার) নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদে জামায়াত-শিবিরের দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত