সদর উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর সেনবাগ ও সদর উপজেলার দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এসব শাখায় অনিয়ম ও ভুয়া ঋণ বিতরণের অভিযোগে সোমবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান-এর নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস।
অভিযান সূত্রে জানা গেছে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দত্তেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক মো. আলমগীর তার কর্মকালীন সময়ে নামে-বেনামে ঋণ প্রদানের মাধ্যমে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে তিনি সেনবাগ শাখায় বদলি হয়ে সেখানে ৪২ জন ভুয়া সুবিধাভোগীর নামে আরও ১ কোটি ৪১ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রাথমিক অভিযোগের ভিত্তিতে দুদক আজ অভিযানে গেলে ব্যবস্থাপক আলমগীর আগেই পালিয়ে যান।
সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন,
“প্রাথমিক তদন্তে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ব্যাংকে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। প্রাপ্ত নথি ও তথ্যগুলো দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”
অভিযান শেষে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার বিভিন্ন নথি ও নথিপত্র যাচাই করেন।
সূত্র: দুদক নোয়াখালী জেলা কার্যালয়

