নোয়াখালীর খবর-
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে লন্ডন হাই কমিশনে বৈঠক করেছে যুক্তরাজ্যে বসবাসরত গ্রেটার নোয়াখালী প্রবাসীরা। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেছেন তারা। এতে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে একত্র করে নোয়াখালী বিভাগ ঘোষণার জোর দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেটার নোয়াখালী প্রবাসীরা বলেন, আমাদের সকলের প্রাণের দাবি, আমাদের নোয়াখালীকে যেন বিভাগ ঘোষণা করা হয়। প্রতিশ্রুতি আমরা সরকারের কাছে আমাদের মাননীয় হাই কমিশনের মাধ্যমে আবেদন করতে চাই। ইনশাআল্লাহ, আগামীতে আমরা আরও জোরালোভাবে আমরা একত্রিত হব।
তারা আরও বলেন, আমাদের এই নোয়াখালীকে আমরা বিভাগ হিসেবে ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি। নোয়াখালীকে বিভাগ করে অত্র অঞ্চলের উন্নয়ন, উন্নতি, অগ্রযাত্রায় ও অর্থনীতিতে অবদান রাখার জন্য যেন সুযোগ করে দেয়। বাংলাদেশের ভৌগোলিক বিবেচনায় এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য নোয়াখালী বিভাগ অবশ্যই জরুরি।
বৈঠকে উপস্থিত ছিলেন হাই কমিশনার আবিদা ইসলাম। এ সময় আলোচনায় অংশ নেন এ কে আজাদ, ড. ফয়েজ মাহমুদ, ড. গোলাম কবির, ব্যরিস্টার মো. মজিবুল হক, এ এ সালাম ভিপি, মোতাহের হোসেন লিটন, ড. মনোয়ার হোসেন, ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, মোজাহেদুল ইসলাম ও আবু নাসের মোজাহিদ প্রমুখ।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত