শাহাদাত হোসেন -
নোয়াখালীর খবর-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এই প্রথম গ্রামীণ টেক মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন করেছেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৫ টায় বসুরহাট পৌরসভায় রৌশন আরা মার্কেটে ৩য় তলা গ্রামীণ টেক মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়।
ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান পরিচালনায় মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার পরিচালিত হবে।
মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার দোয়া ও মিলাদ পরিচালনা করেন, বসুরহাট সাব-রেজিস্ট্রার জামে মসজিদের পেশ ইমাম।
ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান মনে করেন,প্রধান কারণ হলো কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত দক্ষতাবৃদ্ধি করা। এটি শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি মেরামত এবং রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করে, যা তাদের স্বাবলম্বী হতে এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সাহায্য করা। এছাড়াও, এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায়ও ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার পরিচালক ইঞ্জিনিয়ার আনিসুজ্জামানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা,এবং বেকার যুবকদের মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এটি দেশের যুবকদের জন্য একটি সম্ভাবনাময় পেশা।
তিনি মনে করেন, ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষতা উন্নয়ন,এবং আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন ও ইলেকট্রনিক যন্ত্রাংশের সঠিক সার্ভিসিং ও মেরামতের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। এই প্রশিক্ষণের মাধ্যমে সেই চাহিদা পূরণ করা সম্ভব।
ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান আরও মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন জন্য দক্ষ জনশক্তি তৈরি হওয়া অতি গুরুত্বপূর্ণ, যার ফলে দেশের অর্থনীতিও শক্তিশালী হয় এবং প্রযুক্তিগত নির্ভরতা কমে আসে।
তিনি আরও বলেন,প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা বিদেশেও এই পেশায় কাজের সুযোগ পেতে পারেন, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করে।

মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় সভাপতি এইচএ এম মান্নান মুন্না, বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা'র সভাপতি মোহাম্মদ উল্যা মিরাজ, দৈনিক সংবাদ সারাবেলা কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, সাংবাদিক নুর নবী, সাংবাদিক রুবেল, সাংবাদিক আরমান, সাংবাদিক শাকিল, প্রশিক্ষণার্থীরা।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত