শাহদাত হোসেন-
নোয়াখালীর খবর-
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ২০২৫ পরীক্ষায় কোম্পানীগঞ্জ উপজেলার ফলাফল এবার চরম হতাশাজনক। উপজেলার পাঁচটি কলেজ থেকে অংশগ্রহণকারী মোট ১,৯৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৭৩৭ জন, আর অকৃতকার্য হয়েছেন ১,১৯৩ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৮.১৯ শতাংশ, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।
বিজ্ঞাপন
উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ফলাফলে শীর্ষে রয়েছে। কলেজটি থেকে অংশগ্রহণকারী ১,৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৭ জন পাস করেছে—পাসের হার ৪২.৪৬ শতাংশ। প্রতিষ্ঠানটির ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে হাজীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন, পাসের হার ২৪.৩২ শতাংশ। সেখানে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ জন।
বামনী কলেজে অংশ নিয়েছে ৩১৮ জন পরীক্ষার্থী, পাস করেছে ৮৫ জন, পাসের হার ২৬.৭৩ শতাংশ।
চৌধুরীহাট কলেজে ১১২ জনের মধ্যে পাস করেছে ৩৪ জন, পাসের হার ৩০.৩৬ শতাংশ,
এবং জৈতুন নাহার মহিলা কলেজে ১০৪ জনের মধ্যে পাস করেছে ৩২ জন, পাসের হার ৩০.৭৭ শতাংশ।
উপজেলার পাঁচটি কলেজ মিলে এবার মোট ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা সাম্প্রতিক বছরের তুলনায় সবচেয়ে কম।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, ফলাফলের এই ধসের কারণ খুঁজে বের করে শিক্ষার মানোন্নয়নে কলেজ প্রশাসনকে আরও উদ্যোগী হতে হবে। তারা মনে করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং একাডেমিক তদারকি বাড়ানোই পারে এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুলে দিতে।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত