নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোস্তান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই ভাই বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে পরে পুকুরে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত