হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের মেইন রোডে অবস্থিত সোনালী জুয়েলার্সে স্বর্ণ ক্রেতাদের জন্য বিশেষ আয়োজন হিসেবে ওমরাহ হজ্জ পালনের সুযোগে এক লটারী অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, দোকানটির মালিক জাকের হোসেন সবুজ গত এক মাস ধরে যারা সোনালী জুয়েলার্স থেকে স্বর্ণ ক্রয় করেছেন, তাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে একজনকে পবিত্র ওমরাহ হজ্জ পালনের সুযোগ দেয়ার ঘোষণা দেন।
সে অনুযায়ী, বুধবার রাতে লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ব্যাংক কর্মকর্তা মিশি নামের এক মহিলার নাম নির্বাচিত হয়।
লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, এবং বসুরহাট বাজার শাখার জামায়াতে ইসলামীর সেক্রেটারি খাজা গিয়াস উদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে স্বর্ণ ক্রেতাদের প্রতি এক অনন্য সামাজিক দায়বদ্ধতার নিদর্শন বলে মন্তব্য করেন এবং সোনালী জুয়েলার্সের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।


