আমির হোসেন জাহিদ-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমুন ওই এলাকার সারওয়ার ড্রাইভারের ছেলে এবং ফুলতলী দারুল কোরআন জামালিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাইমুন গাছে উঠে ডাল কাটছিল। এক পর্যায়ে কাটা একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)
গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে।”
সাইমুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত