ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত ৩২ শিক্ষকদের সংবর্ধনা দিল: (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা

শাহাদাত হোসেন-
অক্টোবর ১৪, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন-নোয়াখালীর খবর

নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত ৩২ জন নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় বসুরহাট একাডেমি ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতেই নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা বিটিএ’র সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন,বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি,
আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আমির হোসেন (বিএসসি)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক,সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক (বিএসসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জৈতুন নাহার কাদের মহিলা কলেজে গভর্নিং বোর্ডের সভাপতি, চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিটিএ নোয়াখালী জেলার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (বিএসসি), যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজলাল বৈষ্ণব, উপজেলা বিটিএ’র সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াছমিন মুক্তা, মধ্যম চর কাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম শিফা।

এনটিআরসিএ নবনিয়োগপ্রাপ্ত এর মধ্যে
থেকে বক্তব্য রাখেন,সাজেদা খাতুন, এবং দীপন মন্ডল জয়।

বক্তারা বলেন, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কোম্পানীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে নতুন আলো ছড়াবেন। তাঁদের আগমনে আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষকতা পেশা মহান ও সম্মানের, আর এই নতুন শিক্ষকরা মেধা ও দায়িত্ববোধে অনন্য হয়ে উঠবেন বলেই আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠান শেষে, কোম্পানীগঞ্জ উপজেলায় এনটিআরসিএ কতৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদানকৃত
৩২ জন শিক্ষক-শিক্ষিকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: