সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে এক মসজিদের খতিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন হাফেজ মাওলানা মো. নিজাম উদ্দিন (৩৫)। তিনি সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাতারপাইয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। নিহত মাওলানা নিজাম উদ্দিন খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব ও খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে ওই মসজিদে খতিবের দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার মো. নিজাম উদ্দিন জানান, বিকাল সাড়ে তিনটার দিকে মাওলানা নিজাম উদ্দিন মধু সংগ্রহের উদ্দেশ্যে আবদুল মন্নান মিয়ার বাড়ির একটি গাছে ওঠেন। এ সময় হঠাৎ করে গাছের শুকনো ডাল ভেঙে তিনি পুকুরপাড়ের ইটের ঘাটলায় পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমানের সরকারি নম্বরে কল দিলে ডিউটি অফিসার জানান, এখন পর্যন্ত কেউ থানায় বিষয়টি অবহিত করেননি।
নিহত মাওলানা নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত