নোয়াখালীর খবর-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়েবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৮ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এর আগে বিকেলে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আবদুর রশিদ মোল্লার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী সদর হাসপাতাল ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুর রশিদ মোল্লার ছেলে আলমগীর হোসেনের বৌভাত অনুষ্ঠান শেষে নবাগত অতিথিদের বিদায় জানাচ্ছিলেন পরিবারের সদস্যরা। এ সময় বাড়ির সামনে রাস্তায় গাড়ি দাঁড়ানো নিয়ে পার্শ্ববর্তী মসজিদবাড়ির মোহাম্মদ আলীর ছেলে শামছুর সঙ্গে কথা কাটাকাটি হয়।
এর জেরে শামছুর নেতৃত্বে তার ভাই হোসেন, মারুফসহ একদল সন্ত্রাসী আবদুর রশিদ মোল্লার পরিবারের ওপর হামলা চালায়। তারা পিটিয়ে ও কুপিয়ে বৃদ্ধ আবদুর রশিদ মোল্লা, স্ত্রী সেলিনা আক্তার, পুত্র আমির হোসেন, বেলাল হোসেন, সহেল, আলমগীর, মেয়ে ফেরদৌসি ও বেয়াইন নাসরিন আক্তারকে আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সহেল হোসেন বাদী হয়ে শামছু, হোসেন, মারুফসহ নয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন,“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


