কবিরহাটে প্রতিনিধি:
নোয়াখালীতে গবাদিপশু পালন, ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে গবাদিপশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলা প্রাণিসম্পদ অফিসার; ডা. কুমুদ রঞ্জন মিত্র, ভেটেরিনারি অফিসার; এবং ডা. সুমন ভৌমিক, জেলা ট্রেনিং অফিসার, নোয়াখালী।
প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পেলে এই খাত আরও শক্তিশালী হবে। সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সময়মতো টিকা প্রদান, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে গবাদিপশুর উৎপাদনশীলতা বহুগুণে বাড়ানো সম্ভব।
দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাত নির্বাচন ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কৃষক ও খামারিদের স্বাবলম্বী করে তুলবে এবং দেশের দুধ, মাংস ও ডিম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত