ঢাকা থেকে ফেরার পথে পদুয়ার বাজারে আন্দোলনকারীদের বাস আটকে দেয় স্থানীয় জনতা, সৃষ্টি হয় তীব্র যানজট
……
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শেষে ফেরার পথে কুমিল্লায় আন্দোলনকারীদের বহনকারী বাস আটকে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘স্বাধীন বাংলা’ পরিবহনের একটি বাসে নোয়াখালীর বিভিন্ন উপজেলার আন্দোলনকারীরা ঢাকা থেকে ফিরছিলেন। তারা পদুয়ার বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের বাসটি আটকে দেয়। পরে আন্দোলনকারীদের বহন করা পরপর আরও কয়েকটি বাসও আটকে দেওয়া হয়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ে।
এ সময় প্রায় এক ঘণ্টা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ থাকে। ফলে যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী এবং কুমিল্লা শহরমুখী সড়কে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে এবং স্থানীয় জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর রাত ৮টার দিকে জানান, “এখনও কিছুটা যানজট রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি। আন্দোলনকারীদের বহন করা বাসটি ছেড়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় জনতাকে শান্ত করা হয়েছে।”