নোয়াখালীর খবর-
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হতে পারে নতুন চমক—নোয়াখালী। আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।
বিসিবির দেওয়া তথ্যমতে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা অর্জনে আগ্রহী স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উদ্যোক্তাদের কাছ থেকে Expressions of Interest (EOI) আহ্বান করা হয়েছে। এই অধিকার দেওয়া হবে টানা পাঁচ মৌসুমের জন্য—অর্থাৎ বিপিএলের ১২তম (২০২৬) থেকে ১৬তম আসর পর্যন্ত।
বিসিবি মোট দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করেছে, যেগুলোর মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের মালিকানা অনুমোদিত হবে। অঞ্চলগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের মধ্যে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে বাছাই করা হবে। নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, সুনাম এবং লিগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে কৌশলগত সামঞ্জস্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
এতে নোয়াখালীর নাম উঠে আসায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সমর্থকদের মাঝে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে বিপিএলের আসন্ন মৌসুমে প্রথমবারের মতো দেখা যেতে পারে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দলকে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত