ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হিমেল আহাম্মেদ
অক্টোবর ১১, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে দিন দিন সরব হয়ে উঠছেন জেলার সর্বস্তরের মানুষ। জেলার বিভিন্ন উপজেলায় চলমান বিক্ষোভ ও সমাবেশের ধারাবাহিকতায় শনিবার,,,, সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সাংবাদিক,শিক্ষক সমাজ, এবং সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে বের হয়ে বসুরহাট বাজারের প্রদক্ষিণ করেন। মিছিল বসুরহাট জিরো পয়েন্টে সমাপ্ত হয়। এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেন —
“দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই!”
“রক্ত লাগবে, রক্ত দেব — নোয়াখালী বিভাগ নেব!”

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
বক্তব্য রাখেন —
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন,
বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারফ হোসেন,
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুর রহমান রাজন,


উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,
নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলাম সাহেব-সহ আরও অনেকে।

সমাবেশ শেষে উপস্থিত জনতা সকাল ১০টায় প্রায় ১০ মিনিটের জন্য বসুরহাট-চৌমুহনী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন।
ব্লকেডের মূল দাবি ছিল একটাই — “নোয়াখালী বিভাগ চাই।”

এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন ও সার্বিক সহযোগিতায় অংশ নেয় কোম্পানীগঞ্জের প্রায় সব সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য—

🔹 উই ফর ইউ
🔹 জীবন আলো
🔹 অফুরন্ত ব্লাড ব্যাংক
🔹 একাডেমী বাজার সমাজ কল্যাণ পরিষদ
🔹 নবজাগরণ সব সংঘ
🔹 গ্রীন শ্যাডো সোসাইটি
🔹 মুক্তিযোদ্ধা আজার তারুণ্যের আলো মানবিক সংগঠন
🔹 স্কাউট টিম কোম্পানীগঞ্জ
🔹 একতা মুবাজার যুব উন্নয়ন সংস্থা
🔹 আল-আকসা স্বেচ্ছাসেবী যুব সংঘ
🔹 সেবার আলো ফাউন্ডেশন
🔹 মেডিসিন মার্কেট বসুরহাট
🔹 একতা বাজার মানবিক যুব ফাউন্ডেশন
🔹 কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর টিম
🔹 সততা যুব সামাজিক উন্নয়ন সংস্হা
🔹 কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরাম
🔹 আল-আনফাল ফাউন্ডেশন
সহ আরও বহু সংগঠন।

বক্তারা বলেন, “নোয়াখালী বিভাগ শুধু প্রশাসনিক প্রয়োজন নয়, এটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: