হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে দিন দিন সরব হয়ে উঠছেন জেলার সর্বস্তরের মানুষ। জেলার বিভিন্ন উপজেলায় চলমান বিক্ষোভ ও সমাবেশের ধারাবাহিকতায় শনিবার,,,, সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সাংবাদিক,শিক্ষক সমাজ, এবং সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে বের হয়ে বসুরহাট বাজারের প্রদক্ষিণ করেন। মিছিল বসুরহাট জিরো পয়েন্টে সমাপ্ত হয়। এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেন —
“দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই!”
“রক্ত লাগবে, রক্ত দেব — নোয়াখালী বিভাগ নেব!”
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
বক্তব্য রাখেন —
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন,
বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারফ হোসেন,
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুর রহমান রাজন,
উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,
নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলাম সাহেব-সহ আরও অনেকে।
সমাবেশ শেষে উপস্থিত জনতা সকাল ১০টায় প্রায় ১০ মিনিটের জন্য বসুরহাট-চৌমুহনী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন।
ব্লকেডের মূল দাবি ছিল একটাই — “নোয়াখালী বিভাগ চাই।”
এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন ও সার্বিক সহযোগিতায় অংশ নেয় কোম্পানীগঞ্জের প্রায় সব সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য—
🔹 উই ফর ইউ
🔹 জীবন আলো
🔹 অফুরন্ত ব্লাড ব্যাংক
🔹 একাডেমী বাজার সমাজ কল্যাণ পরিষদ
🔹 নবজাগরণ সব সংঘ
🔹 গ্রীন শ্যাডো সোসাইটি
🔹 মুক্তিযোদ্ধা আজার তারুণ্যের আলো মানবিক সংগঠন
🔹 স্কাউট টিম কোম্পানীগঞ্জ
🔹 একতা মুবাজার যুব উন্নয়ন সংস্থা
🔹 আল-আকসা স্বেচ্ছাসেবী যুব সংঘ
🔹 সেবার আলো ফাউন্ডেশন
🔹 মেডিসিন মার্কেট বসুরহাট
🔹 একতা বাজার মানবিক যুব ফাউন্ডেশন
🔹 কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর টিম
🔹 সততা যুব সামাজিক উন্নয়ন সংস্হা
🔹 কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরাম
🔹 আল-আনফাল ফাউন্ডেশন
সহ আরও বহু সংগঠন।
বক্তারা বলেন, “নোয়াখালী বিভাগ শুধু প্রশাসনিক প্রয়োজন নয়, এটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”