ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ সেই ভাইবোনের মৃত্যু

হিমেল আহাম্মেদ
অক্টোবর ১১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল ঐর্দিকা ও তূর্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছে দুই ভাইবোন। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বড় বোন ঐর্দিকা চন্দ্রনাথ (৮) মারা যায়। এর দুই দিন আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই হাসপাতালে ছোট ভাই তূর্য চন্দ্রনাথের (৪) মৃত্যু হয়।

গত ১ অক্টোবর রাত ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন হাসপাতাল রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ঐ বাড়ির ভাড়াটিয়া কুমোদ চন্দ্রনাথের সন্তান।

কুমোদ চন্দ্রনাথ জানান, দুর্ঘটনার রাতে পরিবারের সবাই দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ঘরের গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণ হয়ে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনি, তার স্ত্রী, ও তাদের দুই সন্তান দগ্ধ হন।

পরিবারের চার সদস্যের মধ্যে ঐর্দিকা ও তূর্যের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়, আর দম্পতির দেহে ২০ শতাংশের কম দগ্ধের চিহ্ন পাওয়া যায়। আহতদের প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর ঐ রাতেই গুরুতর অবস্থায় ঐর্দিকা ও তূর্যকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: