নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ আটকে রেখে হাতাহাতিতে জড়িয়েছেন দুই ভাই।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
মৃত নারী আমেনা বেগম (৬৫) ওই গ্রামের প্রয়াত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। বুধবার বিকালে তিনি বেগমগঞ্জ উপজেলার মেয়ের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে আমেনা বেগমের নামে থাকা জমি ছোট ছেলে সাইফুল্লাহ নিজের নামে লিখে নেন—এমন অভিযোগ তোলেন বড় ছেলে নজিব উল্ল্যাহ। এ নিয়ে বৃহস্পতিবার মায়ের মরদেহ দাফনের সময় দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, ফলে মরদেহ দাফন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তিনি বলেন,
> “মায়ের দাফন শেষে স্থানীয় লোকজন বৈঠক করে তাদের পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেবে। প্রাথমিক সমঝোতার পর দুই ভাই দাফনে সম্মত হয়।”
এরপর মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় আমেনা বেগমের মরদেহ তার স্বামীর কবরের পাশে দাফন সম্পন্ন হয়।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত