ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে দাফনের দুই বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

সুবর্নচর প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর খবর-
নোয়াখালীর সুবর্ণচরে দাফনের দুই বছর পর আদালতের নির্দেশে মমতাজ বেগম শিউলি (২৪) নামে এক নারীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর তোরাব আলী গ্রামের অহিদুর রহমান ভুইয়া জামে মসজিদের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

মৃত মমতাজ বেগম শিউলি চর ক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন মামলা নম্বর–১৭৪/২০২৪ (চরজব্বার থানার মামলা নং–০২, তারিখ ০২/০৫/২০২৩ খ্রি:, জি.আর–৫১/২০২৩)–এর তদন্তের অংশ হিসেবে আদালত মৃত মমতাজ বেগম শিউলির লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খনন করে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়। এসময় বিপুলসংখ্যক স্থানীয় জনতা, স্বজন ও মামলার সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সূত্রে আরও জানা গেছে, মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর মামলার অধিকতর তদন্ত কার্যক্রম শুরু হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন এবং প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন ময়নাতদন্ত প্রতিবেদন মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: