ফেনী, লক্ষ্মীপুরসহ ছয় জেলা নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি।
সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক এ কে এম মোজাম্মেল হক লিখিত বক্তব্যে এই দাবি জানান।
তিনি বলেন,
“জনসেবার জন্য প্রশাসন এবং তৃণমূলের দ্বারগোড়ায় বিভাগীয় প্রশাসনিক সেবা পৌঁছাতে রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ ৬ জেলাকে নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ প্রতিষ্ঠা করার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জনগণের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি।”
‘গণশুনানি ছাড়াই কুমিল্লা বিভাগ প্রস্তাব’
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় কোনো গণশুনানি ছাড়াই কুমিল্লাকে বিভাগ করার প্রস্তাব দিয়েছে।
তাদের অভিযোগ, বৃহত্তর নোয়াখালীর মানুষের মতামত না নিয়েই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা নোয়াখালীবাসী কোনোভাবেই মেনে নেবে না।
‘কুমিল্লা বিভাগ গঠনের যৌক্তিকতা নেই’
বক্তারা আরও বলেন,
রাজধানী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার, এবং ফোরলেন সড়কে যাতায়াতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা।
ঢাকার লাগোয়া এলাকায় আরেকটি প্রশাসনিক বিভাগ গঠনের কোনো যৌক্তিকতা নেই।
তারা আরও যুক্তি দেন, কুমিল্লা সদর থেকে মাত্র ৬–৭ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা সীমান্তে বিবিরবাজার ও সোনামুড়া বন্দর অবস্থিত—যা দেশের প্রতিরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ স্থান হতে পারে।
🌊 ‘নোয়াখালী বিভাগ হবে অর্থনৈতিক শক্তির কেন্দ্র’
এ কে এম মোজাম্মেল হক বলেন,
> “নোয়াখালী বিভাগ গঠিত হলে এটি উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। ব্লু ইকোনোমি বা সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন অর্জন করতে পারবে।”
🎙️ রাজনীতিকদের সমর্থন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর কৃতি সন্তান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন,
> “নোয়াখালী প্রায় তিনশ বছরের পুরাতন জেলা। একটি সমুদ্র বন্দর, একটি নৌ বন্দর, একটি অর্থনৈতিক জোনসহ বিপুল সম্ভাবনাময় অঞ্চল এটি। আমাদের দাবি যৌক্তিক—সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়।”
তিনি আরও বলেন-
> “বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আমি ব্যক্তিগতভাবে জোর প্রচেষ্টা চালাবো নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য। প্রয়োজনে বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এ উদ্যোগ বাস্তবায়ন করব।”
🤝 উপস্থিত ছিলেন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সমিতির সভাপতি এম এ খান বেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত