কোম্পানিগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজার বুড়ীর মসজিদের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় জনতার হাতে হাতে নাতে ধরা পড়েছে এক চোর।
রোববার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার মালিক মো. ইউসুফ তার রিকশাটি বাজারের একটি পার্টস দোকানের পাশে রেখে কিছু মালামাল কিনতে যান। এই সুযোগে এক ব্যক্তি দ্রুত রিকশাটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বসুরহাট জিরো পয়েন্টে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে।
পরে স্থানীয়রা চোরটিকে উত্তম-মধ্যম দিয়ে পুনরায় বুড়ীর মসজিদের সামনে নিয়ে আসে। আটক ব্যক্তি জানায়, তার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার চেঙ্গার চর এলাকায়, এবং সে কোম্পানীগঞ্জ এলাকায় একটি লোকাল বাসে চাকরি করে।
খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরটিকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও সাইকেল ও রিকশা চুরির অভিযোগ রয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত