নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাঁদাবাজির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপি নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন— কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাবেক আব্দুল কাদের জসিম, তাঁর সহযোগী জাহাঙ্গীর ও সুজন।
আদালত সূত্রে জানা যায়, আদালতে হাজিরা দিতে গেলে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত প্রতিবেদনে তাদের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, উক্ত চাঁদাবাজির মামলাটি বাটইয়া ইউনিয়ন বিএনপির আরেক নেতা মহিউদ্দিন মহি দায়ের করেছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত