মোহাম্মদ আলাউদ্দিন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খালের পানিতে ডুবে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত আবদুল মালেক চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিলের ১২ নম্বর স্লুইজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে খালের পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃদ্ধ মালেক গরুর জন্য খালপাড়ে ঘাস কাটতে যান। তখন খালে পানি কিছুটা কম ছিল। ঘাসভর্তি বস্তা নিয়ে খাল পার হওয়ার সময় হঠাৎ জোয়ারের পানি বেড়ে যায়। সাতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। পরদিন সকালে স্থানীয় জেলে জাফরের জালে তার মরদেহ আটকে গেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত