হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সোনাইমুড়ী উপজেলায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী বাইপাস চত্বরে কয়েক হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে বৃষ্টির মধ্যেই এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,
> “বৃহত্তর নোয়াখালীতে প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক।”
তাদের ভাষ্যমতে, নোয়াখালী শুধুমাত্র একটি জেলা নয়; এটি একটি ঐতিহ্যবাহী জনপদ, যা প্রশাসনিক, অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে অনেক আগেই বিভাগ হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে।
স্থানীয়রা জানান, নোয়াখালী বিভাগ ঘোষণার দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মানববন্ধনে বক্তব্য দেন—
মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক, সোনাইমুড়ী উপজেলা বিএনপি
রেজায় রাব্বি মাহবুব, সদস্যসচিব, পৌর বিএনপি
শাহাবুদ্দিন, উপজেলা জামায়াত নেতা প্রমুখ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন,
“কোনো ধরনের সহিংসতা হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত