নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুধারাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এওজবালিয়া ইউনিয়নের চর করমুল্লা চার রাস্তার মোড় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ছালেহ উদ্দিন (৩৬) ও মো. মামুন (৩২)।
পুলিশ জানায়, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের কার্যক্রমও অব্যাহত থাকবে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত