হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালী এলাকার মানুষের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিভাগ ঘোষণা দিয়ে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ অবস্থায় বৃহত্তর নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ প্রাক নিকার সচিব কমিটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, বৃহত্তর নোয়াখালীর প্রায় ৮০ লাখ মানুষের কোনো বক্তব্য না শুনে, গণশুনানি না করে এবং আলোচনার আয়োজন ছাড়াই বিভাগীয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। একই সঙ্গে সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণকে যে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, সেই নীতিরও লঙ্ঘন করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নোয়াখালী নতুন বিভাগ হবে, নাকি বিদ্যমান বিভাগের মধ্যে থাকবে কিংবা নতুন কোনো বিভাগের সঙ্গে যুক্ত হবে—এটি সাংবিধানিক অধিকার অনুসারে নোয়াখালী অঞ্চলের মানুষের মতামতের ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত।
এছাড়া, জুলাই বিপ্লব কিংবা জুলাই সনদের মাধ্যমে বিভাগের প্রশ্ন আসেনি, ফলে একতরফা সিদ্ধান্ত গ্রহণ বৈষম্যমূলক আচরণ ছাড়া কিছু নয় বলে দাবি করা হয়।
আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ প্রাক নিকার সচিব কমিটিকে ৭ দিনের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি পরামর্শ দেন—আইনজীবী, স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি দক্ষ প্যানেল গঠন করে গণশুনানি আয়োজনের মাধ্যমে নোয়াখালী অঞ্চলে নতুন বিভাগ গঠন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।