হিমেল আহাম্মেদ, নোয়াখালীর খবর
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একটি বহুতল বাণিজ্যিক ভবনের ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম আশিকুল ইসলাম ওরফে তিতাস (২৫)। শনিবার বিকেল চারটার দিকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
এর আগে দুপুর দুইটার দিকে মাইজদী বাজারের বিবি কনভেনশন হল নামের আটতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আশিকুল। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আশিকুল বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং পরিবারের সঙ্গে মাইজদী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের দাবি, আশিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর মামা আবদুল্লাহ আল জোবায়ের অভিযোগ করে বলেন, “আজ সকালে বাসা থেকে বের হওয়ার পর আশিকুল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ওই ভবনে যায়। দুপুরে তাকে আটতলা থেকে ফেলে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখলেই সত্য বেরিয়ে আসবে।” তিনি দ্রুত ঘটনাটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, “মাইজদীর আটতলা ভবন থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।”