হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালী জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া ইসরাত ওরফে মিম (২৪) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ওই বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, নিহত সাদিয়া ইসরাত হাতিয়া উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। কিছুদিন আগে তিনি ভালোবেসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লক্ষ্মীপুরের দ্বীন মোহাম্মদকে বিয়ে করেন। পরিবারের অমতে বিয়ের পর মাসখানেক আগে দম্পতি উত্তর ফকিরপুর এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন।
শুক্রবার সকালে বাসার ভেতরে শুয়ে থাকা অবস্থায় সাদিয়ার লাশ দেখতে পান বাড়িওয়ালা এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, নিহতের থুতনির নিচে কালশিটে দাগ রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে নিহতের স্বামীকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
বাড়িওয়ালা ফজলুল কাদের চৌধুরী জানান, চলতি মাসের ১ তারিখ থেকে তারা বাসাটি ভাড়া নিলেও গত মাসের শেষের দিকেই সেখানে ওঠেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্বামীকে আটকের চেষ্টা চলছে।