নোয়াখালীর খবর-
সুবর্ণচর প্রতিনিধি-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলো সাঈদের ছেলে সাইম (৪) ও লাবিব (২)।
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠোনে খেলার সময় হঠাৎ ছোট ভাই লাবিব পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই সাইমও পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদের ভাসতে দেখে মা ও মামা উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিশুদের চাচা করিম চকিদার জানান, তারা দুজন বাড়ির উঠানে খেলার পর পুকুর পাড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত