হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা, কবিরহাট উপজেলা ও কবিরহাট পৌরসভার বিএনপির নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বসুরহাট আর.ডি শপিং মলের নির্ঝর কনভেনশন হলে এ সভা বসে।
সভায় উপস্থিত ছিলেন
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার
উপজেলা সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম
বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন
সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক
সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন ছগীর
যুগ্ম আহবায়ক সালাউদ্দিন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন
কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু
সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন প্রমুখ।
যৌথ সভার বক্তব্য
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন,
“কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কেন্দ্র থেকে যাকেই ধানের শীষের মনোনয়ন দেবে আমরা সবাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করব।”