আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় সংলগ্ন ইকোনো বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোছা. সুবর্ণা আক্তার (২০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পুরান চৌয়ারা গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। তার হেফাজতে থাকা একটি কালো রঙের লাগেজ থেকে চারটি পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ৮ কেজি এবং একটি লাল রঙের লাগেজ থেকে তিনটি পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১৪ কেজি।
পুলিশ সূত্রে জানা যায়, সুবর্ণা আক্তার যাত্রীবেশে কুমিল্লা থেকে সোনাইমুড়ী বাইপাসের ইকোনো বাসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তার লাগেজ থেকে গাঁজার উৎকট গন্ধ বের হলে আশপাশের যাত্রীরা বিষয়টি পুলিশকে জানায়। পরে থানা পুলিশ গিয়ে লাগেজ তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, এসব গাঁজা ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “গ্রেফতারকৃত সুবর্ণা আক্তার একজন পেশাদার মাদক কারবারি। তিনি যাত্রীবেশে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকেন। তবে গাঁজার গন্ধে কৌশল ভেস্তে গিয়ে তিনি ধরা পড়েন। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সোনাইমুড়ী থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।”