আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলে চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। এ অবস্থার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসা টোলার নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি নারী সদস্য রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহি উদ্দিন, হুমায়ুন কবির ও নজরুল ইসলাম মজিদসহ অনেকে।
বিজ্ঞাপন
বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালীর পশ্চিমাঞ্চল চরমটুয়া ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী হওয়ায় অহরহ চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। রাত হলে মানুষ আতঙ্কে থাকেন। প্রশাসনের পক্ষ থেকে তেমন নজরদারি নেই। এসময় তারা চরমটুয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, “যে কোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এর পরেও টহল পুলিশ আরও জোরদার করা হবে।”
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত