কোম্পানিগন্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি’র (মাধ্যমিক) সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সম্মেলনে শেখ সাদী ভূঞা সভাপতি এবং মাওলানা মিজানুর রহমান সাধারণ সম্পাদক (সেক্রেটারী) নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বসুরহাট নির্ঝর কনভেনশনে অনুষ্ঠিত সম্মেলনে ৩২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এর আগে নির্বাচিত সভাপতি শেখ সাদী ভূঞা ও সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের নেতৃত্বে নতুন কমিটি গঠন হওয়ায় শিক্ষক মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্মেলনে শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত