এম রহিম-
নোয়াখালীর খবর
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার সকালে বসুরহাটের স্থানীয় একটি রেস্টুরেন্টে সনাতন ধর্মাবলম্বী নেতারা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন জামায়াত নেতারা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি এবিএম হেলাল উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হক জিয়া, সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান ও সাবেক পৌর কাউন্সিলর নুর উদ্দিন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইয়ুব আলী।
অন্যদিকে দুর্গাপূজা উদযাপন কমিটির নেতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি সন্তোষ কুমার মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার, অর্জুন চন্দ্র দাস, গণেশ মজুমদার, রাজিব ভৌমিক ও তুষার কান্তি ভৌমিক।
এসময় উপজেলার ১৩টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত