হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের সমর্থনে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী-৫ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইন এবং সঞ্চালনা করেন বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
বক্তাদের বক্তব্য:
বক্তারা বলেন, “জামায়াতের সদস্যদের আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব কোনো পদ নয়, বরং জবাবদিহিতার নামই দায়িত্ব। রুকনদের জ্ঞান ও আমলে অন্যদের নিকট আদর্শ হতে হবে। কুরআনের মাধ্যমে আন্দোলনকে বুঝতে হবে। কথাবার্তায় ও কাজে বৈপরীত্য রাখা যাবে না।”
উপস্থিত অতিথিরা:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জেলা নায়েবে আমির নিজামুদ্দিন ফারুক
জেলা সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক
জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা