হাতিয়া প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের সময় ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাতিয়া, সুবর্ণচর ও রামগতি উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযানে এ সার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা।
অভিযান চলাকালে রামগতি-হাতিয়ার সংযোগস্থল তেগাছিয়া বাজার এলাকা থেকে ৩৭০ বস্তা এবং হাতিয়ার টাংকির ঘাট এলাকা থেকে আরও ৩০০ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করা হয়।
এ সময় সেনাবাহিনী, হাতিয়া থানা পুলিশ এবং তিন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, পাচারকারীরা মেঘনা নদীপথে সার পাচারের প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। টের পেয়ে পাচারকারীরা সার ও ট্রাক ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, জব্দ সারের মধ্যে ৩৭০ বস্তা সুবর্ণচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ৩০০ বস্তা হাতিয়ার হরনি ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়েছে। ট্রাক দুটি চরজব্বর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ বলেন, চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে হাতিয়া ও রামগতির টাংকির ঘাট দিয়ে সার আনার খবর প্রায়ই পাওয়া যায়। বৃহস্পতিবারও এ ধরনের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, জব্দ সারের সঙ্গে কিছু কাগজপত্রও পাওয়া গেছে যেখানে হাতিয়ায় সার যাচ্ছে বলে উল্লেখ আছে। তবে চলতি মৌসুমে হাতিয়ার ৭৮ হাজার হেক্টর জমিতে আমন চাষের জন্য বরাদ্দ সার ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে।
জব্দ সার নিলামে বিক্রির জন্য সুবর্ণচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নোয়াখালী জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ।