ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অটোরিকশা উল্টে নারী নিহত, শিশুসহ আহত ৪

আরমান হোসেন
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আরমান হোসেন-
সদর  প্রতিনিধি-

নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চার মাস বয়সী একটি শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আনন্দবাজার ছাদের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর জিরো পয়েন্ট থেকে রামগতিগামী একটি অটোরিকশা দ্রুতগতিতে আরেকটি গাড়িকে অতিক্রমের চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ চালান। গুরুতর আহত চারজনকে এবং মৃত অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশুসহ চারজনকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের বক্তব্য:
নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: