কবিরহাট উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কবিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (চ: দা) সানজিয়া ইসলাম জুইন সভার সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়েত ইসলামী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইয়াছিন, পৌরসভার বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, উপজেলা পূজা উদযাপন ফান্ডের আহ্বায়ক শ্যামল বরন মজুমদার, নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ লাল ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদোষ পালসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সভায় বক্তারা জানিয়েছেন, দুর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়া নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
সভায় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পূজা চলাকালীন টহল জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।