ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিনা নোটিশে উচ্ছেদ: ডিসিসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ হাইকোর্টের

হিমেল আহাম্মেদ
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিনা নোটিশে দোকান ও গুদামঘর উচ্ছেদের ঘটনায় জেলা প্রশাসক (ডিসি)সহ চার জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাইকোর্ট।

বিজ্ঞাপন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম ও বিচারপতি মোঃ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) এ আদেশ দেন। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর দুই মাসের স্থগিতাদেশ জারি করা হয়েছে।

রিট পিটিশন (নং-১৫৫২৪/২০২৫) দায়ের করেন নোয়াখালী সোনাইমুড়ী পৌর এলাকার ১নং ওয়ার্ড কৌশল্যারবাগ গ্রামের মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে বাবলু ভূঁইয়া।

রিটে বিবাদী করা হয়েছে—

ভূমি মন্ত্রণালয়,

নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইশতিয়াক আহমেদ,

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার,

সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতকে।

বিজ্ঞাপন

আদালতের আদেশে উল্লেখ করা হয়, কেন আবেদনকারীর ভাড়া নেওয়া জমি থেকে দোকান ও গুদামঘর ভেঙে উচ্ছেদ করার মৌখিক পদক্ষেপকে বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন এবং অকার্যকর ঘোষণা করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে কেন আবেদনকারী ও সহ-উত্তরাধিকারীদের মামলাভুক্ত জমি থেকে উচ্ছেদ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে।

রুল জারি করে আদালত আরও নির্দেশ দেন, আবেদনকারীর ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের আবেদন (সংযোজনী G ও G-1) জেলা প্রশাসক ও ইউএনও দুই মাসের মধ্যে নিষ্পত্তি করবেন। উল্লেখ্য, আবেদনকারীর স্থায়ী বন্দোবস্তের নথি সংক্রান্ত আবেদন এখনো ভূমি মন্ত্রণালয়ে বিচারাধীন রয়েছে (আবেদনের তারিখ: ০৬.০৫.১৯৯৭ এবং ২৯.১০.২০০৭)।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: