হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিনা নোটিশে দোকান ও গুদামঘর উচ্ছেদের ঘটনায় জেলা প্রশাসক (ডিসি)সহ চার জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাইকোর্ট।
বিজ্ঞাপন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম ও বিচারপতি মোঃ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) এ আদেশ দেন। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর দুই মাসের স্থগিতাদেশ জারি করা হয়েছে।
রিট পিটিশন (নং-১৫৫২৪/২০২৫) দায়ের করেন নোয়াখালী সোনাইমুড়ী পৌর এলাকার ১নং ওয়ার্ড কৌশল্যারবাগ গ্রামের মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে বাবলু ভূঁইয়া।
রিটে বিবাদী করা হয়েছে—
ভূমি মন্ত্রণালয়,
নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইশতিয়াক আহমেদ,
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার,
সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতকে।
বিজ্ঞাপন
আদালতের আদেশে উল্লেখ করা হয়, কেন আবেদনকারীর ভাড়া নেওয়া জমি থেকে দোকান ও গুদামঘর ভেঙে উচ্ছেদ করার মৌখিক পদক্ষেপকে বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন এবং অকার্যকর ঘোষণা করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে কেন আবেদনকারী ও সহ-উত্তরাধিকারীদের মামলাভুক্ত জমি থেকে উচ্ছেদ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে।
রুল জারি করে আদালত আরও নির্দেশ দেন, আবেদনকারীর ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের আবেদন (সংযোজনী G ও G-1) জেলা প্রশাসক ও ইউএনও দুই মাসের মধ্যে নিষ্পত্তি করবেন। উল্লেখ্য, আবেদনকারীর স্থায়ী বন্দোবস্তের নথি সংক্রান্ত আবেদন এখনো ভূমি মন্ত্রণালয়ে বিচারাধীন রয়েছে (আবেদনের তারিখ: ০৬.০৫.১৯৯৭ এবং ২৯.১০.২০০৭)।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত