হাতিয়া প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একদল জেলের ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ট্রলার থেকে মালামাল লুটের পাশাপাশি অপহৃত হয়েছেন নিশান উদ্দিন (২২) নামের এক জেলে।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে গত শনিবার গভীর রাতে। সশস্ত্র জলদস্যুরা ট্রলারের সব মাছ, জাল, জ্বালানি তেল ও অন্যান্য মালামাল লুট করে নেয়। যাওয়ার আগে ট্রলারের ইঞ্জিনের বিভিন্ন অংশ ভেঙে বিকল করে দেয়। হামলায় পাঁচজন জেলে আহত হন।
ট্রলারের মাঝি মো. জামসেদ উদ্দিন জানান, তাঁর ট্রলারে ১৬ জন জেলে ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে মাছ ধরতে গেলে শুক্রবার রাতে নিঝুম দ্বীপের কাছে ডাকাতরা তাঁদের ওপর আক্রমণ চালায়। “নৌকায় উঠেই তারা লোহার রড ও লাঠি দিয়ে আমাদের পেটাতে থাকে। ভয়ে আমাদের চারজন সাগরে লাফ দেয়,” বলেন তিনি।
ডাকাতরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে জানান জেলেরা। তাঁরা এক দিন সাগরে ভেসে থেকে রবিবার রাত ১১টার দিকে বিকল ইঞ্জিন সচল করে জাহাজমারা ঘাটে ফিরে আসেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে অপহৃত জেলে নিশান উদ্দিনের এখনো কোনো খোঁজ মেলেনি। আজ সোমবার দুপুর পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।
জাহাজমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম বলেন, “ট্রলার ডাকাতির বিষয়ে আমরা শুনেছি। তবে জেলেরা এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। নিখোঁজ জেলের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।”