হিমেল আহাম্মেদ
নোয়াখালীর খবর-
গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘জুলাই জাতীয় সনদ’-এর চূড়ান্ত ভাষ্যে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব করা হয়। এ নিয়ে নোয়াখালী বিভাগের দাবিকে উপেক্ষা করার অভিযোগ তুলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ তরিক উল্যাহ সোমবার (১৫ সেপ্টেম্বর) ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে তিনি উল্লেখ করেন, বৃহত্তর নোয়াখালীর প্রায় ৮০ লাখ মানুষের মতামত, গণশুনানি বা আলোচনা ছাড়াই বিভাগ গঠনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা ন্যাচারাল জাস্টিস ও সংবিধান পরিপন্থী। সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণের প্রাধান্য নিশ্চিত করার যে কথা বলা হয়েছে, তা এই সিদ্ধান্তে উপেক্ষিত হয়েছে বলে দাবি করেন তিনি।
তার মতে, নোয়াখালী বিভাগের আন্দোলনই মূলত জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য ছিল। অথচ জুলাই সনদে একপাক্ষিক ও বৈষম্যমূলক প্রস্তাব দেওয়া হয়েছে, যা ন্যায়বিচার ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
আইনজীবী তরিক উল্যাহ নোটিশে ৭ দিনের মধ্যে উক্ত প্রস্তাব প্রত্যাহার করে স্থানীয় আইনজীবী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে একটি দক্ষ প্যানেল গঠন করে গণশুনানি আয়োজনের মাধ্যমে নোয়াখালী অঞ্চলে নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত