ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নোয়াখালী সেনবাগের প্রিয়া

সেনবাগ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সেনবাগ প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার প্রিয়া (২৩)। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে তিনি সন্তান জন্ম দেন। মা প্রিয়া সুস্থ থাকলেও নবজাতকদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল প্রিয়ার। নিয়মিত চিকিৎসকের পরামর্শে এলাকায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আল্ট্রাসনোগ্রাফিতে জানা যায়, তার গর্ভে পাঁচটি সন্তান রয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন তিনি।

গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোন লিপির বাসায় আসেন এবং স্থানীয় মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। শনিবার রাত থেকে প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে আনা হয়।

স্বজনরা জানান, নবজাতকদের মধ্যে ৩টি ছেলে এবং ৩টি মেয়ে। তাদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে রাখা হয়েছে। সিট না থাকায় বাকি ৩ নবজাতককে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন বলেন, “প্রিয়া স্বাভাবিকভাবে ৬ সন্তান জন্ম দিয়েছেন। গর্ভধারণের সময়কাল ছিল ২৭ সপ্তাহ। নবজাতকরা অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছে, যাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে। এর মধ্যে ২ নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।”

তিনি আরও জানান, এনআইসিইউতে বেড খালি হলে বাইরে থাকা নবজাতকদেরও সেখানে স্থানান্তর করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: