আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালী জেলার মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক গণেশ হোটেল মালিক পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি ব্যবসায়ী মোখলেছের কাছে হোটেল বিক্রির নামে ভুয়া গ্যাস সংযোগ দেখিয়ে কোটি টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, পরিমল চন্দ্র দাস গণেশ হোটেলটি আসবাবপত্রসহ গ্যাস সংযোগের প্রতিশ্রুতি দিয়ে মোট ৬৮ লক্ষ টাকায় ব্যবসায়ী মোখলেছের কাছে বিক্রি করেন। এর মধ্যে ১০ লক্ষ টাকা নগদ এবং বাকি ৫৮ লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। কিন্তু পরে জানা যায়, গ্যাস সংযোগটি আসলে মৃত নিরঞ্জন কুমার দে’র নামে, যিনি ২০০২ সালে পরলোকগমন করেন।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ ২৩ বছর ধরে পরিমল চন্দ্র দাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় নিরঞ্জন দে’র নামে জাল স্বাক্ষর ব্যবহার করে গ্যাস সংযোগ চালিয়ে আসছিলেন। এমন প্রতারণার শিকার হয়ে ব্যবসায়ী মোখলেছ বর্তমানে সর্বশান্ত হয়ে বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন নোয়াখালী উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আখতারুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অফিসের কারো সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রতারণার শিকার গ্রাহককে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, গত রোববার (৭ সেপ্টেম্বর) ভুয়া গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তীতে প্রকৃত মালিকানা নিশ্চিত হলে পুনরায় সংযোগ দেওয়া হবে।
👉 এ ঘটনায় প্রতারক পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোখলেছ।