ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বাণিজ্যিক গ্যাস সংযোগ বিক্রির নামে প্রতারণার অভিযোগ

আরমান হোসেন
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আরমান হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী জেলার মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক গণেশ হোটেল মালিক পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি ব্যবসায়ী মোখলেছের কাছে হোটেল বিক্রির নামে ভুয়া গ্যাস সংযোগ দেখিয়ে কোটি টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, পরিমল চন্দ্র দাস গণেশ হোটেলটি আসবাবপত্রসহ গ্যাস সংযোগের প্রতিশ্রুতি দিয়ে মোট ৬৮ লক্ষ টাকায় ব্যবসায়ী মোখলেছের কাছে বিক্রি করেন। এর মধ্যে ১০ লক্ষ টাকা নগদ এবং বাকি ৫৮ লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। কিন্তু পরে জানা যায়, গ্যাস সংযোগটি আসলে মৃত নিরঞ্জন কুমার দে’র নামে, যিনি ২০০২ সালে পরলোকগমন করেন।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ ২৩ বছর ধরে পরিমল চন্দ্র দাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় নিরঞ্জন দে’র নামে জাল স্বাক্ষর ব্যবহার করে গ্যাস সংযোগ চালিয়ে আসছিলেন। এমন প্রতারণার শিকার হয়ে ব্যবসায়ী মোখলেছ বর্তমানে সর্বশান্ত হয়ে বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন নোয়াখালী উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আখতারুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অফিসের কারো সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রতারণার শিকার গ্রাহককে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, গত রোববার (৭ সেপ্টেম্বর) ভুয়া গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তীতে প্রকৃত মালিকানা নিশ্চিত হলে পুনরায় সংযোগ দেওয়া হবে।

👉 এ ঘটনায় প্রতারক পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোখলেছ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: