সুবর্ণচর প্রতিনিধি –
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম (৪৭) টানা ১২ বছর পলাতক থাকার পর অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে র্যাব-১১ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপ থানার এনাম নাহার পূর্ব মাথা এলাকার টুটুল এন্ড ব্রাদার্স দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কালাম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামের মৃত আবদুল্যাহ’র ছেলে।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, ২০১৪ সালের একটি হত্যা মামলায় নোয়াখালীর দায়রা জজ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আবুল কালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আসামি দীর্ঘ ১২ বছর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।”
র্যাব কর্মকর্তার ভাষ্যে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।