হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রভাবশালীদের দখলকৃত শংকর বংশী খালের ওপর থাকা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর মৌজার মিরের পুল থেকে নবীর দোকান পর্যন্ত খালের ওপর গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় প্রায় দেড় থেকে দুই কোটি টাকা বাজারমূল্যের ৫২ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অভিযান সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী খালের ওপর কোনো ভবন বা দোকানপাট নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা পানি নিষ্কাশন পথ রুদ্ধ করে অবৈধভাবে খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে আসছিল। এর ফলে অল্প বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল।
উচ্ছেদ অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন,
“আজ খালের ওপরে থাকা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খালের ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।”