ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

সদর উপজেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সদর উপজেলা প্রতিনিধি –

নোয়াখালীর খবর-

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এবছর মেলায় প্রায় ১০ লাখ টাকার গাছ বিক্রি হয়েছে।

রবিবার বিকেল ৪টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম। সভাপতিত্ব করেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্য

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন—

> “আমরা যা খাই এবং যে অক্সিজেন গ্রহণ করি সবকিছু গাছের সাথে জড়িত। অথচ আমরা জেনে-বুঝেই গাছ কেটে নিজেদের ক্ষতি করছি। নিজেদের সাধ্য অনুযায়ী গাছ লাগাতে হবে এবং বনায়ন রক্ষা করতে হবে। একটি গাছ কাটা হলে অন্তত ১০টি গাছ লাগাতে হবে।”

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম বলেন—

> “আমরা অসুস্থ হলে অক্সিজেন সিলিন্ডার কিনে বুঝতে পারি প্রতিদিন গাছ থেকে বিনামূল্যে কত অক্সিজেন পাই। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি দেশপ্রেম, বৃক্ষরোপণ বিষয়ে সচেতন করা হলে অল্প সময়েই বাংলাদেশ সবুজে ভরে উঠবে।”

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্য

বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন—

> “গাছ সৃষ্টিকর্তার অন্যতম দান। গাছের কারণে আমরা প্রাণভরে অক্সিজেন নিতে পারি। তাই সবাই প্রতিবছর ন্যূনতম একটি হলেও গাছ লাগানো উচিত।”

অন্যান্য অতিথির বক্তব্য

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পপি কুন্ডু

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম

বিভিন্ন নার্সারির মালিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা

অনুষ্ঠানে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারি মালিকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: