ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সদর উপজেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

সদর প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের বহিষ্কারের দাবিতে ফের জেলা প্রশাসনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অভিভাবক ও বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আমজাদ হোসেন নামে এক অভিভাবক বলেন, ‘১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে নিতান্ত গরীব ও দিনমজুর শ্রেণির পরিবারের বাচ্চারা পড়াশোনা করে। তবে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা বহির্ভূত রশিদ ছাড়া অধিক টাকা আদায় করেন। এ ছাড়া তিনি সহকারি শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি।’

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অভিভাবক সৌরভ হোসেন, নিজাম উদ্দিন, দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসোইন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব।’

বিজ্ঞাপন

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের লিখিতভাবে তাদের অভিযোগগুলো দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: