সদর প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের বহিষ্কারের দাবিতে ফের জেলা প্রশাসনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অভিভাবক ও বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
আমজাদ হোসেন নামে এক অভিভাবক বলেন, ‘১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে নিতান্ত গরীব ও দিনমজুর শ্রেণির পরিবারের বাচ্চারা পড়াশোনা করে। তবে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা বহির্ভূত রশিদ ছাড়া অধিক টাকা আদায় করেন। এ ছাড়া তিনি সহকারি শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি।’
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অভিভাবক সৌরভ হোসেন, নিজাম উদ্দিন, দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসোইন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব।’
বিজ্ঞাপন
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের লিখিতভাবে তাদের অভিযোগগুলো দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।