বেগমগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মো. ইব্রাহিম। অভিযানে তাদেরকে বেগমগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার মৃত নুর আলম চৌধুরীর ছেলে মো. আজাদ (৩০) ও মৃত লেদু মিয়ার ছেলে মো. ইউসুফ (৪০)।
প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার রাজগঞ্জ ইউনিয়নের বাইতুন নুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত