সোনাইমুড়ি প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে অনুষ্ঠিত জানাজায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তাকে আনা হয়।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর খলিলুর রহমানের মা উপজেলার ভানুয়াই গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বিকেলে জানাজায় অংশ নেন পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম নোয়াখালীর খবরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খলিলুর রহমান গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। তাকে গত ২৩ ডিসেম্বর গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সকালে তার মায়ের মৃত্যুর খবর শুনেছি তারপর জানাজায় অংশ নিতে পরিবার প্যারোলে মুক্তির আবেদন জমা দেয়। নোয়াখালী জেলা কারাগার ডান্ডাবেরি অবস্থায় তাকে প্রেরণ করে। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত