সদর উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর মাইজদী স্টেশন সংলগ্ন পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাইজদী স্টেশনের পূর্ব পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় সুমনের মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার দেহ বিদ্যুতের পিলারে ঝুলে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
বিজ্ঞাপন
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত